ঢাকা সোমবার , ৮ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক কৌশলী ভূমিকায় খোকন সেরনিয়াত ৩১ সদস্যদের নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
মে ৮, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিসিসি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের (খোকন সেরনিয়াবাত)কে নিয়ে নির্বাচনী মাঠে নামা মন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সাবেক মেয়র শওকত হোসেন হিরনের অনুসারীরা রাজনৈতিক কৌসুলী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য ১৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিতে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী মহানগরের কোন নেতৃবৃন্দকেই ঠাই না দিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তা নিরশনকল্পে গতকাল ৩১ সদস্যের নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি গঠন করেছেন। এই কমিটিতে আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দকে নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করে মূল নির্বাচন পরিচালনার জন্য ইতোপূর্বে গঠন করা ১৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিকে ভারমুক্ত রাখার কৌশল নিয়েছে খোকন সেরনিয়াবাতের বর্তমান অনুসারীরা। আজ প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বরিশালের বিষয়টি নিয়ে শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কি সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করবে এই রাজনৈতিক কৌশল আদৌ টিকবে না টিকবে না। গতকাল সোমবার রাতে বরিশাল নগরের সদররোডস্থ তার নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টা কমিটির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য তালিকার প্রথমে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি বরিশাল-১ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি, এরপরে রয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম-এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মাহবুব উদ্দিন আহম্মেদ -বীর বিক্রম, বরিশাল মহানগর আওয়ামলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সদর আসনের সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, বিএম কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভূলু, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, ঢাকা ও বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যাান প্রফেসর জিয়াউল হক, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম মহাসচিব ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল কাইউম, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সৈয়দ আনিছুর রহমান, সাবেক সদস্য আমিনুল ইসলাম তোতা, ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার সভাপতি নজরুল হক নিলু, জাসদ বরিশোল জেলার সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই মাহাবুব, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ, বীর মুক্তিযোদ্দা জি এম কবির ভূলু, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট দিলীপ ঘোষ, শিক্ষাবিদ রাবেয়া খাতুন, সনাকের সভাপতি অধ্যাপক শাহ্ শাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি পুষ্প চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সদস্য ডাঃ পীজুষ কান্তি দাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাঃ ইসতিয়াক আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সদস্য মফিজুল ইসলাম কামাল, শিল্পপতি মশিউর রহমান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নজমুল হোসেন আকাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি আজমল হোসেন লাবু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী। সংবাদ সম্মেলনে খোকন সেরনিয়াবাতের সাথে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ।
343220080 1266396150640975 561410205799808703 n

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।