ঢাকা রবিবার , ১৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সংসারে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে তিন অসহায় নারীর স্বামীকে রিক্সা বিতরণ করলেন জেলা প্রশাসক

vorer angikar
নভেম্বর ১৬, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:সংসারে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের তিন দুস্থনারীর স্বামীদের পায়েচালিত রিক্সা বিতরণ করেছেন বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। রোববার সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ইভেন্ট ৮৪ এর উদ্যোগে এই রিক্সা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা, ইভেন্ট ৮৪ এর আহ্বায়ক ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ প্রমুখ।
ইভেন্ট ৮৪ এর আহ্বায়ক সাজ্জাদ পারভেজ বলেন, সংসারে অসহায় নারীরা নানানভাবে অবেহেলিত থাকে। তাই তিন অসহায় নারীর স্বামীকে রিক্সা বিতরণ করা হয়েছে। ফলে অভাবের সংসারে টাকা আয়ের মাধ্যম পাওয়ার পাশাপাশি এই নারীরা পূর্ণাঙ্গ মর্যাদাও ফিরে পাবে বলে আমরা আশা করছি।

উল্লেখ্য ইভেন্ট ৮৪ এর মাধ্যমে গত দুই বছরে ২৫৭টি কর্মসূচির মাধ্যমে অসহায় ব্যক্তিদের মোট প্রায় ২৭ লাখ টাকা সহায়তা করা হয়েছে। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আমি বরিশালের প্রেমে পড়েছি। বরিশালের মানুষ খুব ভালো । আত্মীয় পরায়ণ। বরিশালের কথা আমি কখনো ভুলতে পারবো না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।