নিউজ ডেস্ক:সংসারে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের তিন দুস্থনারীর স্বামীদের পায়েচালিত রিক্সা বিতরণ করেছেন বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। রোববার সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ইভেন্ট ৮৪ এর উদ্যোগে এই রিক্সা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা, ইভেন্ট ৮৪ এর আহ্বায়ক ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ প্রমুখ।
ইভেন্ট ৮৪ এর আহ্বায়ক সাজ্জাদ পারভেজ বলেন, সংসারে অসহায় নারীরা নানানভাবে অবেহেলিত থাকে। তাই তিন অসহায় নারীর স্বামীকে রিক্সা বিতরণ করা হয়েছে। ফলে অভাবের সংসারে টাকা আয়ের মাধ্যম পাওয়ার পাশাপাশি এই নারীরা পূর্ণাঙ্গ মর্যাদাও ফিরে পাবে বলে আমরা আশা করছি।
উল্লেখ্য ইভেন্ট ৮৪ এর মাধ্যমে গত দুই বছরে ২৫৭টি কর্মসূচির মাধ্যমে অসহায় ব্যক্তিদের মোট প্রায় ২৭ লাখ টাকা সহায়তা করা হয়েছে। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আমি বরিশালের প্রেমে পড়েছি। বরিশালের মানুষ খুব ভালো । আত্মীয় পরায়ণ। বরিশালের কথা আমি কখনো ভুলতে পারবো না।
