ঢাকা শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মির্জাগঞ্জের সুবিদখালিতে চাঁদা না দেয়ায় ঠিকাদারের ওপর হামলার অভিযোগ

vorer angikar
নভেম্বর ১৪, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বশির আলম (৪২) নামে এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ০৯ টার দিকে উপজেলার সুবিদখালী বাজারের নান্নু মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বশির আলম উপজেলার ৪নং দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইউনুস আলী শিকদারের ছেলে এবং পেশায় একজন ঠিকাদার। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত বশির জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং দেশে ফিরে প্রায় পাঁচ বছর ধরে ঠিকাদারি কাজ করে আসছেন। তিনি অভিযোগ করেন, সরকার পতনের পর থেকে বিএনপি নামধারী একটি গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছে। এ চাঁদাবাজ চক্রের মূল হোতা হিসেবে তিনি মির্জাগঞ্জের মোখলেছুর রহমানের নাম উল্লেখ করেন।

বশিরের দাবি, মোখলেসুর রহমান প্রায়ই তার সহযোগী মাদক ব্যবসায়ী সাইফুল, হাসান রাড়ি, মাসুম হাওলাদার ও সেজান বাহিনী দিয়ে তাকে ও তার পরিবারকে খুন জখমের হুমকি দিতেন। এছাড়াও সাইফুল বিগত দিনে মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল খাটেন

ঘটনার দিন রাত প্রায় নয়টার দিকে বশির নান্নু মার্কেট এলাকায় পেয়ারা কিনতে গেলে মোখলেসের নির্দেশে তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে বশিরকে পিটিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।