স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাইসিয়াম স্কুল এন্ড কিন্ডারগার্টেনের বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়ানুষ্ঠান গতকাল শুক্রবার দিনভর নগরীর প্লানেট শিশু পার্কে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক, শিক্ষিকাদের স্বর্তস্ফুত অংশগ্রহনে আননন্দঘন এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের কর নির্ধারক বেলায়েত হাসান বাবলু। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আকাশ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের পরিচালক সেতু আচার্য্য, টুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর গোবিন্দ চন্দ্র দাস প্রমুখ উপিস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিসির কর নির্ধারক বেলায়েত হাসান বাবলু তার বক্তব্যে শিক্ষা বিস্তারে লাইসিয়াম স্কুল এন্ড কিন্ডারগার্টেনের ভূমিকার প্রশংসা করে বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ বাড়ানো গেলে আমাদের সমাজে অপরাধপ্রবনতা অনেকাংশে কমে আসবে বলে তিনি মনে করেন। আনন্দঘন আয়োজনে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষ র্যাফেল ড্রতে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
অনুগ্রহ করে সংবাদটি ছবিসহ প্রকাশের অনুরোধ থাকলো।
