ঢাকা শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন এ্যাড. মজিবর রহমান সরোয়ার

vorer angikar
নভেম্বর ১৪, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনায় আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিএনপির অভিভাবক, সাবেক হুইপ ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বরিশাল সদর-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার।

সমাবেশে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শ্রমিক অধিকার, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির চলমান আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের একটি গৌরবময় দিন। এই দিন সেনা-জনতার ঐক্য দেশের গণতন্ত্র ও স্বাধীনতার ধারাকে আরও শক্তিশালী করে।”

প্রাণপ্রিয় এ নেতার সফরকে ঘিরে খুলনায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বরিশাল জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশ শেষে বরিশাল থেকে আগত নেতাকর্মীরা জানান, অ্যাড. মজিবর রহমান সরোয়ারকে কেন্দ্র করেই বরিশালে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে সংগঠনের তৃণমূল আরও শক্তিশালী হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।