ঢাকা রবিবার , ৩০ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে এমপি শাওনের দুই লক্ষ টাকা অনুদান প্রদান

vorer angikar
জুন ৩০, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: লালমোহন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। অনুদানের টাকা পেয়েই তা দ্রুত বিল বাবদ জমা প্রদান করেন লালমোহন ইসলামি ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মোঃ আল মামুন।

সূত্র জানায়, লালমোহন উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রের কয়েক লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া হয়ে যায়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে অবহিত করা হয়। এর পরপরই
ওই প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিল বাবদ দুই লক্ষ টাকা ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন এমপি শাওন।
অনুদানের টাকা পেয়েই বিষয়টি নিশ্চিত করে ইসলামি ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মোঃ আল মামুন জানান, উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রের বিদ্যুৎ বিল বকেয়া হয়ে গেলে মাননীয় এমপি মহোদয়কে অবহিত করা হয়। এর পরপরই মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয় নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। যার ফলে আমরা মাননীয় এমপি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।