ঢাকা শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

vorer angikar
নভেম্বর ১৪, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (DMIE) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর বুধবার সকালে উপজেলা হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ বলেন,
“গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের কার্যক্রম, তথ্য সংগ্রহ, তদারকি ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।