ঢাকা সোমবার , ১৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের বাবুগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু

vorer angikar
নভেম্বর ১৭, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও মিজানুর রহমান দুলাল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা রবিউলের ওপর হামলা চালায়। এসময় তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ।

নিহতের পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এদিকে ছাত্রদল নেতাকর্মীরা রবিউলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বিচার দাবি করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।