ঢাকা রবিবার , ১৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ বার্তার যুগপূর্তি উদযাপন : ৬ সাংবাদিককে বিশেষ সম্মাননা

vorer angikar
নভেম্বর ১৬, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাবুগঞ্জ থেকে প্রকাশিত মাসিক পত্রিকা ‘বাবুগঞ্জ বার্তা’-এর যুগপূর্তি অনুষ্ঠান। রবিবার (১৬ নভেম্বর) বিকাল তিনটায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য উৎসব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাবুগঞ্জ বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল আলম, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজিত, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ. জ. ম. শামসুল আলম,

এবং বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম।
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার বাবুগঞ্জ উপজেলা সংবাদদাতা অধ্যাপক সাইফুল রহিম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জে কর্মরত সাংবাদিক মোঃ শাহজাহান খান, মোঃ শফিকুল ইসলাম, আরিফ হোসেন, আরিফুর রহমান, মোঃ আক্তার হোসেন খোকা, জাহাঙ্গীরনগর কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, রোকন মিয়া, রুবেল সরদার, আবুল বাশার, ইকবাল হোসেন মাস্টার, মোঃ মনোয়ার হোসেন, আবু হানিফ, কাউসার মাহমুদ মুন্না, আল আমিন, হেলাল উদ্দিন, পারভেজ হাওলাদার, সমাজসেবক আশিকুর রহমান, রিয়াদ মাহমুদসহ বাবুগঞ্জ কর্মরত সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারুক আহমেদ বলেন সাংবাদিকরা জাতির দর্পণ। বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের লেখনী দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। অর্থ সংকটের কারণে বাবুগঞ্জ বার্তা পত্রিকাটি প্রকাশে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

পরে বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৬ জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক বাবুগঞ্জ সংবাদদাতা অধ্যাপক সাইফুল রহিম, মোঃ শাহজাহান খান, প্রতিনিধি, দৈনিক যুগান্তর,আরিফ হোসেন, প্রতিনিধি, দৈনিক আমার দেশ, আরিফ হোসেন, প্রতিনিধি, দৈনিক যায়যায়দিন, আব্দুল্লাহ মামুন, প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ, শাহাব উদ্দিন, প্রতিনিধি, ডেইলি অবজারভার।
অনুষ্ঠানে বাবুগঞ্জের বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাবুগঞ্জ বার্তার যুগপূর্তি উদযাপন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।