ঢাকা মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

vorer angikar
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আগ্রহের শেষ নেই তারকা থেকে শুরু করে ভক্তদেরও। নানা আলোচনা-সমালোচনার মধ্যে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের মেয়াদ।

দুই বছরের মেয়াদে সাধারণ সম্পাদকের পদ নিয়েই বেশি সমালোচনা আর চর্চা ছিল ইন্ডাস্ট্রিতে। তবে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এখন আসন্ন নির্বাচন নিয়ে বাড়ছে উন্মাদনা।

ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতিও সেরে ফেলেছেন নতুন-পুরোনো অনেক তারকাই। এবার জানা গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ।

আগামী ৪ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামসুল আলম নিশ্চিত করেছেন বিষয়টি।

এর আগে গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সভা হয়। সভায় ২০২৪-২৫ দ্বি-বার্ষিক মেয়াদে নির্বাচনের বিষয় চূড়ান্ত হয়।

শিল্পী সমিতির এ আসরের নির্বাচনে কারা অংশ নিচ্ছেন বা কয়টি প্যানেল থাকছে, সেটি এখনো জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে শিগগিরই নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী শিল্পীরা সক্রিয় হবেন এবং প্রচারণা শুরু করবেন।

২০২২ সালের ২৮ জানুয়ারি সকাল সোয়া ৯টায় এফডিসিতে উৎসবমুখর পরিবেশে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে রাতে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার প্রথমে কার্যনির্বাহী সদস্যপদে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।