আরশাদ মামুন নিজস্ব প্রতিবেদক: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের মমতাময়ী মায়ের দ্রুত রোগমুক্তি কামনায় লালমোহন পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আসরবাদ বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন পৌরসভা শাখার আয়োজনে পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল এর সার্বিক
ব্যবস্থাপনায় লালমোহন উত্তর বাজার পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এমপি শাওনের মমতাময়ী মায়ের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া, পৌরসভা আওয়ামী লীগ
যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, আবদুল খালেক সওদাগর, কাউন্সিলর হাজী ঈমাম হোসেন হাওলাদার,কাউন্সিলর সাইফুল কবির,কাউন্সিলর এহসানুল হক ফরিদ, কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীনসহ পৌরসভা আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।