আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের মমতাময়ী মায়ের রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) বাদ যোহর পৌরসভা ৪নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মাদরাসা মারকাজুত তাহফিজে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের মমতাময়ী মায়ের রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন খতম ও কোরআনের হাফেজদের নিয়ে দোয়া মুনাজাতে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ারসহ কোরআনে হাফেজগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত প্রায় একমাস যাবত মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের মমতাময়ী মা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সকলের নিকট মহীয়সী নারী শ্রদ্ধেয় জনাবা হোসনেআরা বেগম চৌধুরীর দ্রুত সুস্থতায় সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।