আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক:সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারাদেশের ন্যায় সংসদীয় আসন-১১৭, ভোলা-৩ ( লালমোহন-তজুমদ্দিন ) আসন। ২০১০ সালের ২৪ এপ্রিল থেকে বর্তমানে টানা তিন মেয়াদ শেষে চতুর্থ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। প্রচার প্রচারণার শুরু থেকে শেষ দিন পর্যন্ত নির্বাচনি মাঠ চষে বেড়িয়েছেন নৌকার প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এমপি শাওনের পক্ষে মিসেস ফারজানা চৌধুরী ও বড় ছেলে ইশরাক চৌধুরী নাওয়াল সস্ত্রীক প্রচার প্রচারণা গনসংযোগ লিফলেট বিতরণসহ উঠোন বৈঠকে দেশের উন্নয়ন ধারা বজায় রাখতে আবারো শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
ভোলা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর সাথে বহুল সমালোচিত স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন, জাতীয় পার্টি (এশা) মনোনীত লাঙ্গল প্রতীকের মোঃ কামাল হোসেন ও ওয়ার্কাস পাটির ডাব প্রতীক নিয়ে মো: আলমগীর হোসেন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। কেবল নৌকা মার্কার প্রার্থী ও তার সহধর্মিণী এবং সন্তানসহ দলীয় নেতা-কর্মীরা প্রচার প্রচারণায় ভোটের মাঠে নির্বাচনি আমেজ তৈরিতে অগ্রনী ভূমিকা পালন করেন।
জানা যায়, লালমোহন উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ৮৩টি কেন্দ্রে রোববার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে টানা বিকাল ৪ টা পর্যন্ত । এ উপজেলায় মোট ভোটার রয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৬৩৩ জন। যাদের মধ্যে নারী ভোটার এক লাখ ২৫ হাজার ২০ জন, পুরুষ ভোটার এক লাখ ৩২ হাজার ৬১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
সুষ্টু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এদিকে ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর সাথে অন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ভোটের ব্যবধান নৌকা ৯০% অন্য তিন প্রার্থীর ১০% নিয়ে ভোট যুদ্ধে অংশ নেন।
লালমোহন তজুমদ্দিনের সাধারণ ভোটাররা বলছেন, মূলত ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের ব্যালট বিপ্লবে চতুর্থ বারের মতো বিজয়ের হাসিঁ হাসার মাহেন্দ্রক্ষণে রয়েছেন জনতার নেতা এমপি শাওন। এছাড়া অন্য তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হওয়ার আভাসও দিচ্ছেন স্থানীয় ভোটারগন ও দলীয় নেতাকর্মীবৃন্দ।
সব মিলিয়ে বিগত তিন মেয়াদের ন্যায় চতুর্থ বারেও বিজয়ের হাসিঁতে আসীন হওয়া সময়ের ব্যাপার মাত্র বলে জোর দাবি ভোটার ও দলীয় নেতৃবৃন্দের।