ঢাকা শুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে বিজয়ী করুন – এমপি শাওন

vorer angikar
জানুয়ারি ৫, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য প্রচার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষে লালমোহন বাজার ব্যবসায়ীদের সাথে লালমোহন উত্তর বাজার পৌর আওয়ামী লীগ অফিসে মতবিনিময সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ভোলা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্য এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতার ফলেই দেশ দূর্বার গতিতে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের এগিয়ে যাওয়ার ধারা বজায় রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
প্রচারনার শেষ দিকে বৃহস্পতিবার বিকেলে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়ার সভাপতিত্বে বাজার ব্যবসায়ীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় লালমোহন পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক ও ব্যবসায়ী সমিতির সহসভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলি আহমেদ বেপারীসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ বাজার ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।