ঢাকা বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশন পৌরসভার ৬নং ওয়ার্ডে নৌকার বিশাল মিছিল

vorer angikar
জানুয়ারি ৪, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

চরফ্যাশন প্রতিনিধি: ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে বিশাল মিছিল বের করেছেন পৌর ৬নং ওয়ার্ডবাসী।
বৃহম্পতিবার বিকালে পৌর কাউন্সিলর মো. মনির হোসেন ও ওয়ার্ডের নির্বাচনী প্রধান সমন্বয়কারী মো.খন্দকার মাকসুদ আলমের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করে সদর রোর্ডে কাউন্সিলরের কার্যালয় চত্বরে পদসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, নির্বাচনের প্রধান সমন্বয়কারী খন্দকার মাকসুদ আলম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, উপজেলা হকার্সলীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তরা বলেন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব হলেন উন্নয়নের রূপকার। তিনি চরফ্যাশন-মনপুরায় নজর কাড়ার মত উন্নয়ন করেছেন। আমরা তার কাছে ঋণী। আগামী ৭ জানুয়ারী সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। পৌরসভার মধ্যে ৬নং ওয়ার্ডে সবচেয়ে নৌকায় বেশী ভোট পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বক্তরা। নৌকায় ভোট দিয়ে সংসদে পাঠালে পূর্ণমন্ত্রী হবে জ্যাকব ভাই। এই জন্যে আমরা দলমত নির্বিশেষে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিব ইনশাহআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।