আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের সমান ভাবে উন্নয়ন করেছেন। আসন্ন নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের জয় হলে জনগণেরও জয় হবে। তাই নিজেদের স্বার্থে দেশের জনগণই আওয়ামী লীগকে বিপুল ভোটের মাধ্যমে ফের জয়ী করবে।
রোববার সন্ধ্যায় লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নূরুন্নবী চৌধুরী বলেন, বিএনপি শাসনামলে দেশকে দূর্নিতীতে সেরা করলেও আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন করেছে। দেশের মানুষ আওয়ামী লীগের আমলে সুখে-শান্তিতে রয়েছে। সরকার শহর-গ্রামের মধ্যের পার্থক্য দূর করেছে। গ্রামাঞ্চলের মানুষও এখন শহরের মানুষের মতো সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন।’
ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুমের আয়োজনে সভায় গেস্ট অফ অনার মিসেস ফারজানা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।