বরিশাল: বরিশালে বিপুল পরিমাণে কথিত গোল্ড কয়েনসহ দুই প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৩১ ডিসেম্বর) ডিবি পুলিশের পরিদর্শক মো. ছগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ছগির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন নগরের ২০ নম্বর ওয়ার্ডস্থ বগুড়া নথুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়।
এ সময় মজিবর মোল্লা ওরফে জামাল ও মো. একরাম শেখকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত গোল কয়েন আকৃতির সোনালী রঙের ময়লা যুক্ত ১ হাজার ১৬০ পিস টিনের টুকরা (কথিত সোনার কয়েন) এবং দুইটি বাটন মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রতারকরা সোনার কয়েনের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে পরিদর্শক মো. ছগির হোসেন জানান, অভিযানে এসআই মো. ফিরোজ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।