ঢাকা বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার নৌকার জয় মানেই জনগণের জয় – এমপি শাওন

vorer angikar
ডিসেম্বর ২৮, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের মানুষের ভাগ্যন্নোয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার মাধ্যমে তিনি দেশের মানুষের আস্থা অর্জন করেছেন।’

বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাড়িতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এড মহিবুল্যাহ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুন্নবী চৌধুরী বলেন, ‘দেশবাসী এখন বিশ্বাস করে শেখ হাসিনা দেশের জনগণের কল্যাণে কাজ করেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ ও জনগণের উন্নতি হবে।’

তিনি বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ। জনগণেরও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করতে হবে। নৌকার জয় মানেই জনগণের জয়।’

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এড মহিবুল্যাহ, সাধারন সম্পাদক প্রফেসর বাছেত মিয়া, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন জুলহাসসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।