আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন চাইলে আওয়ামী লীগ কেই পুনরায় ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে নৌকায় ভোট দিয়ে পুনরায় নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। জ্বালাও পোড়াও আর দেশ বিরোধী ষড়যন্ত্রের জবাব দিতে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।
২৭ ডিসেম্বর সন্ধ্যায় লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড হাজির হাট এলাকার সেরাজল হক হাওলাদার বাড়িতে নির্বাচনি উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন আরো বলেন, শতকরা ৯৫% ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে কাজ করতে হবে।
এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন