ঢাকা শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে স্বতন্ত্র প্রার্থী এ,কে ফাইয়াজুল হক রাজুর নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন

admin
ডিসেম্বর ২২, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ (উজিরপুর -বানারীপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলা এ,কে ফজলুল হক’র দৌহিত্র এ,কে ফাইয়াজুল হক’র ঈগল মার্কার উজিরপুর উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। উজিরপুর পৌরসভার নির্বাচন কমিটির সভাপতি শামসুল হক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-বিষয়ক কমিটির সদস্য ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এ,কে, ফাইয়াজুল হক রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বালি, মোহাম্মদ মোস্তফা বালী,বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক, আলমগীর হোসেন, কবি শাহীন ভূঁইয়া, সালমা ফাইয়াজ, তাহারিন ফাইয়াস সারিতা, এ সময় উজিরপুর উপজেলা নির্বাচন কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বালি ও সদস্য সচিব আহমেদ শাহীন রনির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নব ঘোষিত নির্বাচন কমিটির সদস্য সচিব আহম্মদ শাহীন রনি। দোয়া মোনাজাতের মাধ্যমে প্রার্থী ও তার সমর্থকরা একটা মিছিল পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান কার্যালয়ে শেষ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।