আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করলেন নুরুন্নবী চৌধুরী শাওন। এক যোগে লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন নির্বাচনি কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন,এমপি। ১৮ ডিসেম্বর সোমবার বিকেলে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারনার প্রারম্ভে এ দোয়া মোনাজাতের আয়োজন করেন তিনি।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন চাইলে আওয়ামী লীগ কেই পুনরায় ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
দোয়া মোনাজাতে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন