ঢাকা শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল ঢাকায় গ্রেফতার

vorer angikar
নভেম্বর ৭, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি:বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলালকে ঢাকায় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ আদায়ের পর ঢাকার খিলগাঁও এলাকার নিজ বাসার সামনে অবস্থিত মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। নামাজ শেষে বাসায় ফেরার পথে ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে নিয়ে যায় বলে পারিবারিক সূত্রের দাবি।

গ্রেফতারের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক দুলাল এ-র গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, কাজী এমদাদুল হক দুলাল বাবুগঞ্জ উপজেলার আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, গ্রেপ্তারের ঘটনার পরপরই
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল এর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।