ঢাকা শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ।

vorer angikar
অক্টোবর ৩১, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন এর রাজগুরু গ্রামে গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩১ অক্টোবর (শুক্রবার ) সকালে (৮টা) বাবুগঞ্জ উপজেলার সংগ্রামী আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এ গণসংযোগের আয়োজন করা হয়।
রাজগুরু গ্রামের প্রতিটি বাড়িতে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে জান। গণসংযোগ শেষে স্থানীয়দের মাঝে জামাতের বাবুগঞ্জ উপজেলা আমির বলেন, শান্তিপূর্ণ সমাজ ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের জন্য ইসলামী শাসনের কোনো বিকল্প নেই। একমাত্র ইসলাম-ই পারে বাঙালি জাতীকে শান্তি ও আলোর পথ দেখাতে। তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় এ দেশকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক দুর্নীতি মুক্ত সমাজ হিসেবে গঠন করতে। তাই আগামীর বাংলাদেশ বিনির্মানে ইসলামী শাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য ধর্ম বর্ন নির্বিশেষে সকল দেশপ্রেমিক সচেতন নাগরিকদের এক থাকার আহবান জানান এবং আগামী জাতীয় নির্বাচনে বরিশাল-৩ ( বাবুগঞ্জ-মুলাদী) আসেনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের মনোনীত জননেতা অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এর পাশে থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।