বাবুগঞ্জ প্রতিনিধি:সভাপতি রানা আহম্মেদ, সাধারণ সম্পাদক মাছুম হাওলাদার গনতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের উপাজলা পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রানা আহম্মেদকে সভাপতি ও মাছুম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট বাবুগঞ্জ উপজেলার এ পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন বরিশাল জেলা কমিটি। সোমবার (২৭ অক্টোবর) রাতে গণ অধিকার পরিষদের বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ শামীম রেজা ও সাধারন সম্পাদক এইচ এম হাসান স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন
সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ সাত্তার হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ মাসুম, অর্থ সম্পাদক মোঃ রেজাউল খান, মোঃ মিজানুর রহমান। নির্বাচিত সদস্যদের উপজেলার ৬টি ইউনিয়ন কমিটি ঘোষনার করবে।
নবনির্বাচিত কমিটির সভাপতি রানা আহমেদ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল ও নির্বাচন মুখী করার লক্ষ্যে পূর্বের আহবান কমিটি বিলুপ্ত ঘোষণা করে বরিশাল জেলা কমিটি বাবুগঞ্জে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন, আমাকে বাবুগঞ্জ উপজেলা সভাপতি হিসেবে নির্বাচিত করায় গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিপি নুরুল হক সহ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সকল নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করছি।
