নগরীতে মাদক মামলায় তিন জনের বিভিন্ন মেয়াদে সাজা
এস এম রাজ্জাক পিন্টু
নগরীতে মাদক মামলায় তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ২৮ অক্টোবর বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর বিচারক মোঃ জহির উদ্দিন সাজাপ্রাপ্ত আসামীদের উপস্থিতিতে এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের সুলতান মোল্লার ছেলে সোহাগ মোল্লা(৩৫) ৪ বছর বিনাশ্রম কারাদণ্ড নগদ ১০ হাজার টাকা অনাদায়ে ১ মাসের কারাদন্ড , নাপতার হাটের রহিম হাওলাদার এর ছেলে নাইম(২৭),দুই বছর বিনাশ্রম কারাদণ্ড নগদ ১০ হাজার টাকা অনাদায়ে ১ মাসের কারাদন্ড এবং সদর উপজেলার দক্ষিন কিস্তাকাঠি মজিবর বেপারীর ছেলে তহিদুল ইসলাম টিটু(৩০) তিন বছর বিনাশ্রম কারাদণ্ড নগদ দশ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদন্ড। বেঞ্চ সহকারী আঃ রহমান জানান, গত ৪ ডিসেম্বর ২০২১ সালে বরিশাল দোতলা লঞ্চঘাট থেকে রাত সাড়ে ৩ টার সময় বরিশাল ডিবি ৪ কেজি সহ তিনজনকে আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনি১১ (ক)/৪০ ধারায় চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন হুমায়ুন কবির ও রাস্ট্র পক্ষে ছিলেন এপিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।
