ঢাকা শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি-২ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী শেখ জামালের মতবিনিময় সভা

vorer angikar
অক্টোবর ১৭, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ঝালকাঠি-২ সদর-নলছিটি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থী শেখ জামাল হোসেন নির্বাচনী কার্যক্রম শুরুর আগে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার  সকালে প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এই সভা  অনুষ্ঠিত হয়।

‎সভায় শেখ জামাল হোসেন বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা দলবলসহ দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের সকলের দায়িত্ব দেশ পুনর্গঠন করা। ঝালকাঠিকে আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না। আমরা চাই না কেউ এখানে পেশিশক্তি দেখাক বা ক্ষমতার অপব্যবহার করুক।

‎তিনি আরও বলেন, এবি পার্টি মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সাম্যের রাজনীতি করে। আমি এই এলাকার জনগণের সেবা ও পরিবর্তনের রাজনীতি করতে চাই। ঈগল মার্কায় ভোট দিয়ে ঝালকাঠিকে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ এলাকায় পরিণত করার সুযোগ দিন।

‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা এবি পার্টির নেতা জামাল হোসেন ও রেজাউল ইসলাম,সদর উপজেলা আহ্বায়ক আব্দুল লতিফ হাওলাদার ও সদস্য সচিব শেখ মিজানুর রহমান এবং ছাত্রপক্ষের নেতা ইয়াছিন সরদার।

‎উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মো রুহুল আমিন রুবেল
ঝালকাঠির প্রতিনিধি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।