ঢাকা সোমবার , ৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে লালমোহনে মানববন্ধন

vorer angikar
অক্টোবর ৬, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচেটিয়া অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকালে লালমোহন পৌরশহরের চৌরাস্তার মোড়ে “বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ” ও “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম” এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান সমন্বয়করে নেতৃত্ব প্রদান করেন মো. আবুল হাসান।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ফরিদ উদ্দিন, প্রফেসর আবুল কালাম, প্রফেসর মিজানুর রহমানসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে যোগ্যতাসম্পূর্ণ লোকবল নিয়োগ না দিয়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করে দেশের সকল অঞ্চলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে হবে।
এছাড়া বক্তারা বিভিন্ন দাবী জানান, দাবীগুলো হলো: ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ দ্রুত বাতিল করতে হবে। দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দিয়ে দায়-দেনা সমন্বয় করতে হবে। যারা মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ব্যাংকের সুনাম ক্ষুন্ন করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরও বলেন, ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেরও দ্রুত ও কার্যকর ভূমিকা রাখা জরুরি।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাকরিপ্রত্যাশি তরুণ, শিক্ষিত বেকার যুবক, ব্যাংকের গ্রাহক ও সচেতন নাগরিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।