ঢাকা শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

vorer angikar
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। শুক্রবার সকালে এ নবীন বরণ উপলক্ষ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব মো. জাকির হোসেন বাচ্চু।
এ সময় প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, পড়ালেখা করে কেবল জিপিএ-৫ পাওয়া কারও লক্ষ্য হওয়া উচিত নয়। সবার আগে হতে হবে সুশিক্ষিত এবং প্রকৃত মেধাবী। এরপর দেশ ও দেশের মাটির কল্যাণে কাজ করতে হবে।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রভাষক মুশফিকুর রহমান দ্বীপুর সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদাউছুর রহমান, করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম নোমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজি মো. হাসানুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।