উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিস্ঠানের শিক্ষকদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফল বাস্তবায়নে আমাদের করনীয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিস্ঠানের শিক্ষকদের নিয়ে টাইফয়েড টিকাদান
ক্যাম্পেইন সফল বাস্তবায়নের করনীয় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা স্বাস্হ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ নাজমুল সাকিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ । উজিরপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন । আলোচনা সভায় যে কোন প্রতিষ্ঠানগামী প্লে-গ্রুপ থেকে ৯ ম শ্রেনি পর্যন্ত সকল ছাত্র – ছাত্রীদের এবং ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত কমিউনিটির সকলকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করে রেজিষ্ট্রেশন কার্ড বের করে টিকা নিতে পারবে, কোন শিশু টিকা থেকে বাদ না পরেসহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করা হয়।
