ঢাকা বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি

vorer angikar
আগস্ট ২৮, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বেতাগী প্রতিনিধি :দক্ষিণের জনপদ বরগুনার বেতাগী উপজেলায় পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “সবুজ সাজাই বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকালে বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শাহীন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন লায়ন মো: শামীম শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা বিপুল সিকদার, বরগুনা জেলা চ্যানেল আই’র প্রতিনিধি সাংবাদিক হাসান জন্টু, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো: কামাল হোসেন খান , প্রবীণ সাংবাদিক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু , প্রবীণ সাংবাদিক ও সমকালের উপজেলা প্রতিনিধি, সাপ্তাহিক বিষখালী’র সম্পাদক সালাম সিদ্দিকী, আমার সংবাদ এর উপজেলা প্রতিনিধি আরিফ সুজন এবং সাবেক সমাজসেবক কর্মকর্তা মোস্তাকসহ স্থানীয় সংবাদকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তন আজ বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় সর্বাধিক কার্যকর উপায় হলো বৃক্ষরোপণ। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষাই করে না, এটি মানুষের জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে জলবায়ু ভারসাম্য রক্ষা, মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ—সবকিছুর জন্য গাছ অপরিহার্য। তাই প্রত্যেকেরই উচিত বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি জমিতে অন্তত একটি হলেও গাছ লাগানো।

অনুষ্ঠানে বেতাগী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো: কামাল হোসেন খান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। শুধু আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নিয়মিতভাবে গাছের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তারা যদি এখন থেকেই পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হয় তবে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

উপজেলা ভূমি কর্মকর্তা বিপুল সিকদার বলেন, বৃক্ষ আমাদের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গাছ কেটে বন ধ্বংস করলে প্রকৃতির প্রতিশোধ নিতে সময় লাগে না। এজন্য গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যার দিকে সবাইকে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীরা এ উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখলে অন্যরাও উদ্বুদ্ধ হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী বলেন, সরকার দেশের বনভূমি বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব উদ্যোগ সফল করতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে সাধারণ মানুষকেই। তাই প্রতিটি পরিবারকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চিন্তা-চেতনা গড়ে তুলতে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।