তীব্র পানি সংকটে ভুগছে বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড ষ্টেডিয়াম কলোনীর বাসিন্দারা। প্রায় ১২ দিন ধরে পানিবিহীন দিন কাটাচ্ছে বাসিন্দারা। কয়েকবছর ধরে টিউবয়েলে পানি না ওঠার কারনে পানি সংকটে ভুগছিল বাসিন্দারা। পরবর্তিতে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাইপের মাধ্যমে পানি সাপ্লাইয়ের প্রকল্প হাতে নেয়া হয়। আর সেই পাইপের মাধ্যমে প্রতিদিন দুবেলা পানি সরবারহ করে বরিশাল সিটি কর্পোরেশন। সম্প্রতি বরিশাল চাঁদমারী মাদ্রাসা সড়ক এলাকায় বিদুৎ এর কাজ করে ওজোপাডিকো। সেখানে নতুন করে ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হয়। সে লাইন চালু করার সময় ট্রান্সফরমার বিসফোরন হয়। আর সেটায় ত্রুটি থাকার কারনে ১১ নং ওয়ার্ডের এই কলোনীতে যে পাম্প দিয়ে পানি সরবারহ করা হয় সেটির কয়েল পুড়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ষ্টেডিয়াম কলোনীতে পানি সরবারহ কার্যক্রম। এতে বিপাকে পড়ে যায় কলোনীর কয়েক হাজার মানুষ।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, ষ্টেডিয়াম কলোনীতে প্রায় ১৫টির বেশি টিউবয়েল রয়েছে। যা সবগুলোই বিকল হয়ে পড়ে আছে। এতে কয়েক বছর ধরে পানি উঠছে না। ফলে বরিশাল সিটি কর্পোরেশন থেকে পাইপের মাধ্যমে পানি সরবারহ করা হয়। কিন্ত তাও চাহিদার তুলনায় সামান্য। পানির ফোর্স কম থাকায় দীর্ঘ লাইনে দাড়িয়ে পানি নিচ্ছে বাসিন্দারা। আর এ পানি সরবারহের মধ্যে দেখা দিয়ে নতুন সমস্যা। সম্প্রতি চাঁদমারী মাদ্রাসা সড়কে অবস্থিত বিসিসি পানি সরবারহকৃত পাম্পটির কয়েল পুড়ে যাওয়ায় বিপাকে পড়েছে কয়েক হাজার পরিবার।
এ দূর্ভোগের কথা অশ্রুসিক্ত নয়নে কলোনীর বাসিন্দা জোসনা বেগম জানান, আজ প্রায় ১২ দিন হলো পানি পাইনা। মসজিদের ওজুখানা থেকে পানি এনে পরিবার সন্তান নিয়ে পিপাসা মিটাচ্ছি। আর রান্নার কাজে নদীর পানি ব্যবহার করছি। সিটি কর্পোরেশনের গাড়ি থেকে যে পরিমান পানি দেয়া হয় তা চাহিদার তুলনায় খুবই সামান্য।
কলোনীর বাসিন্দা সোহেল জানান, ্আমরা অনেক দিন ধরে পানি পাইনা। কিছুদিন আগে বিদুৎতের কাজ করার ফলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কারেন্ট থাকেনি। ফলে একদিকে যেমন গরমের ভোগান্তি সহ্য করেছি তেমনি পানি সংকটে ভুগেছি। বর্তমানে কারেন্ট থাকলেও নেই পানি সরবারহ। শুনেছি বিদুৎ লাইনের কাজ করতে গিয়ে পানির পাম্পটি পুড়ে যায়। কিন্তু তা প্রায় ১০/১২ দিন হয়ে গেলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করছে না। এতে আমরা পরিবার পরিজন দিয়ে পানি সংকটে ভুগছি। আমরা কলোনীর বাসিন্দারা শ্রিগই পানি সরবারহের দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড পানির পাম্প অপারেটর মো: কামাল হোসেন বরিশাল বাণীকে জানান, কয়েকদিন আগে এই চাঁদমারী মাদ্রাসা সড়কে বিদুৎ এর কাজ করেন ওজোপাডিকো চাঁদমারী বিদুৎ বিভাগ । তারা সন্ধ্যায় লাইন দেওয়ার সাথে সাথে আমাদের পাম্পে ফায়ার করে এবং আমাদের পাম্পের কয়েল পুড়ে যায়। পরে আমরা সিটি কর্পোরেশনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং পাম্পের মর্টার খুলে কয়েল মেরামতের জন্য পাঠানো হয়। আগামী ২/৩ দিনের মধ্যে এ সমাধান হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের পানি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম বরিশাল বাণীকে জানান, বিদুৎতের ভোল্টেজ আপডাউন করার কারনে আমাদের ষ্টেডিয়াম কলোনীর যে সরবারহকৃত পাম্পটি রয়েছে তার কয়েল পুড়ে গেছে। সেটা মেরামত করা হয়েছে। শিগ্রই পানি সরবারহ চালু করা হবে বলে তিনি জানান।