ঢাকা সোমবার , ২৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে গবাদিপশু বিতরণ

vorer angikar
অক্টোবর ২৮, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে
বিনামূল্যে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে গবাদিপশু বিতরণ কর্মসূচি গ্রহণ করে। এ্যাসোসিয়েশন ফর এ্যাডভান্সমেন্ট এন্ড ডেভলপমেন্ট (এ্যাড) এর সহযোগিতায় ঝিনাইদহে রাউতাইলের নগরবাথান এলাকায় এ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। গতকাল ২৭শে অক্টোবরে গবাদিপশু বিতরণ করেন তারা।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের ও এ্যাসোসিয়েশন ফর এ্যাডভান্সমেন্ট এন্ড ডেভলপমেন্ট (এ্যাড) এর কর্মকর্তাবৃন্দ।

উপকারভোগীরা জানান, বিনামূল্যে গবাদিপশু পেয়ে আমরা আনন্দিত। পশুপালনের মাধ্যমে নিজেদের আত্ম কর্মসংস্থান ও পারিবারিক অর্থ কষ্ট কিছুটা লাঘব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।