ঢাকা শনিবার , ২৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে জামায়েত ইসলামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

vorer angikar
অক্টোবর ২৬, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না , উজিরপুর (বরিশাল) বরিশালের উজিরপুর উপজেলা জামায়েত ইসলামীর উদ্যোগে ব্যাপক আয়োজনে দিন ব্যাপি কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মো. কাওছার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশালের অঞ্চল পরিচালক এ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল।

বক্তৃতা করেন জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল
মান্নান,মুহতারাম জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার,মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর,জেলা নের্তবৃন্দ সাইয়েদ আহম্মেদ খান,মাষ্টার আঃ মান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন খান,জেলা শিবিরের সভাপতি মো. আব্দুল কাদির, উজিরপুর উপজেলা শিবির সভাপতি মো. গোলাম কিবরিয়া টিপু, পৌর আমীর মো.আলামিন সরদার, ইউনিয়ন আমীর মো.আনোয়ার হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উজিরপুর উপজেলায় জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন করা হয়।

সভায় বক্তৃতাকালে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।