ঢাকা বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত।

vorer angikar
অক্টোবর ২৪, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না, উজিরপুর ::
উজিরপুরের কিশোর রানা (১৭) ঢাকার কেরানীগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হয়েছে।

২৩ অক্টোবর বুধবার রাতে কেরানীগঞ্জের কলাতিয়া বাবর কোম্পানির জুতার কারখানার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রানার সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রানা বরিশাল জেলার উজিরপুর উপজেলার ভিআইপি রোডের মোঃ আলীর সরদারের ছেলে। জীবিকার প্রয়োজনে তিনি কেরানীগঞ্জের কলাতিয়া নিশানবাড়ি এলাকায় থেকে বাবর কোম্পানির জুতার কারখানায় কাজ করতেন।

রানার সহকর্মী মো. জিয়াদ হাওলাদার জানান, রানা এবং তারা একসঙ্গে একই কারখানায় কাজ করতেন। ঘটনার দিন বিকেলে কাজের বিষয়ে রফিকুল নামে এক সহকর্মীর সঙ্গে রানার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে কারখানার গেটের কাছাকাছি একটি স্থানে রফিকুল, হৃদয় এবং শাকিল মিলে রানার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রানার চিৎকার শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায়
উদ্ধার করে।পরে তাকে প্রথমে কলাতিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কিশোরের গলায় ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।স্থানীয়সুত্রে আরো জানাযায় রানা একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। তার নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।৩০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্ত শেষে এলাকায় পৌঁছেনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।