ঢাকা মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

vorer angikar
অক্টোবর ২২, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না :: বরিশালের জেলার উজিরপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য গাজা ও ইয়াবা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। 

উজিরপুর অস্থায়ী সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায়
, ২২ অক্টোবর মঙ্গলবার রাত ১ টার দিকে উপজেলার পৌর সদরের ৫ নং ওয়ার্ডের বেলতলা নামক স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফয়সাল ও ক্যাম্প কমান্ডার  লেফটেন্যান্ট মাহফুজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত মনসুর আলী বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী(৪০) কে  ১০০ পিস ইয়াবা ট্যাবলেট  ও ১৫০ গ্রাম গাজা সহ গ্রেফতার করে উজিরপুর মডেল  থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ মিজানুর রহমান জানান, মাদকসহ সেনাবাহিনী আব্দুল হালিম বেপারীকে হস্তান্তর হয়েছে, এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।