নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুরে উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,পূজা উৎযাপনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, ও বিভিন্ন সুধী জনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসনাত জাহান খান, বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ইয়াসির আরাফাত, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভিন , বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, হাবিবুর রহমান হাওলাদার, মোতালেব হোসেন, জামায়েত ইসলামের আমির মাওলানা কাউসার হোসেন, উজিরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ।