নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইলে বিএনপির অফিস ভাংচুর ও হামলার চালায় আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী। প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছে বিএনপি নেতা এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ২ অক্টোবর বামরাইল ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর মোড়াকাঠী গ্রামের হারুন সরদারের ছেলে মোঃ খলিল সরদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযুক্ত সোহাগ সিকদার, পবন সরদার,আমিনুল সরদার, আল-আমিন ফরাজি, মোঃ জহিরুল ইসলাম রাজা,আলামিন খলিফা,মিরাজ ফরাজি,শাওন বালী,বজলুর রহমান চুন্নু,মাহাবুব সরদার, সোহাগ সরদার, সোহেল রাড়ি,সালমান কবির, মিলন সরদার, সোলায়মান হোসেন, আবির মৃধা, সজিব শরীফ, নাসির ফরাজি, বাশার রাড়ি,জাকির সরদার, আলতাফ সরদার, মাছুম সরদার, মাহফুজুর রহমান শূভ সিকদার, এসএম মন্জুরুল কুদ্দুস সিকদার, রেজোয়ান খান,কামাল খান, জামাল সরদার, ছত্তার
খলিফা,সোবাহান হাওলাদার, হেলাল হাওলাদার, আলাল হাওলাদার, কামাল হাওলাদার, প্রিন্স রাড়ি,জাবের খলিফাসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা ও আহত সুত্রে জানা যায়,গত ২৮ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা বিএনপির অফিস ভাংচুর করে। এসময় প্রতিবাদ করলে খলিল সরদারকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। ডাকচিৎকার শুনে স্থানীয়রা আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। অল্পের জন্যে প্রানে বেঁচে যান তিনি। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার ও ইউনিয়নবাসী।