ঢাকা শনিবার , ৩১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে অগ্নিকাণ্ড দুটি দোকান পুরে ছাই- থানায় অভিযোগ দায়ের। 

vorer angikar
আগস্ট ৩১, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না উজিরপুর ঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর
নামক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। উজিরপুর ফায়ারসার্ভিস কর্মকর্তারা জানান, এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা নাশকতার অভিযোগ তুলে   থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় আকাশ হাওলাদার বাদী হয়ে দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আনোয়ার হোসেন হাওলাদার জান, প্রতিপক্ষদের সাথে বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলে আসছিল, তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা আমিসহ আমার ছেলের দোকানে অগ্নিসংযোগ ঘটায়, এতে আমার প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্র জানা যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে,  তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।