ঢাকা বুধবার , ১৪ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে পারিবারিক শত্রুতার জেরে ইউপি সদস্য কর্তৃক ভাইয়ের ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

vorer angikar
আগস্ট ১৪, ২০২৪ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, ইউপি সদস্য মোঃ খোকন হাওলাদার ও তার পুত্র যুবলীগ কর্মী মাহফুজুল আলম সৈকত বিরুদ্ধে পারিবারিক শত্রুতার জেরে ইউপি সদস্য তার আপন ভাইয়ের মোঃ ইকবাল হাওলাদার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ৪ আগস্ট রাত ১১ টার দিকে বামরাইল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ খোকন হাওলাদার ও তার পুত্র মাহফুজুল আলম সৈকত, নেতৃত্বে উত্তর সানুহারের কামরুল হাওলাদার, শারমিন বেগম, সুবর্ণা, শারমিন বেগম, শিলাসহ আট দশ জনের একটি দল মোঃ ইকবাল হোসেন হাওলাদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপট চালায়। অভিযোগ থেকে আরো জানা যায়, মোঃ ইকবাল হাওলাদার গত এক জানুয়ারি ২০২৩ সালে সানুহার বাস স্ট্যান্ডে মেঘনা
পরিবহন কাউন্টার সহ একটি ঘর ২ লক্ষ টাকা জামানতসহ ৬ হাজার টাকা মাসিক ভাড়া চুক্তিতে ইউপি সদস্য পুত্র মাহফুজ আলম সৈকতকে ভাড়া দেয়। সৈকত ভাড়া নেওয়ার পরে ২ লক্ষ টাকার পরিবর্তন মাত্র ১০ হাজার টাকা জামানত দেয় এবং ৬ হাজার পরিবর্তে তিন হাজার টাকা ভাড়া দেন। এতে ইকবাল ৩১ জুলাই ঘর ও কাউন্টার অন্য একজনকে ভাড়া দেন, এতে ছাত্রলীগ কর্মী সৈকত ক্ষিপ্ত হয়ে তার বাবাকে নিয়ে এ হামলা ঘটায় বলে থানায় অভিযোগ করেন।
হামলার বিষয়ে ইউপি সদস্য মোঃ খোকন হাওলাদার বলেন আমার বিরুদ্ধে ভাইয়ের অভিযোগ ভিত্তিহীন, তিনি বা তার পরিবারে কেহ এ হামলার সাথে জড়িত নয়। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।