ঢাকা শনিবার , ১০ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুর উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিপক্ষের গাছ কাটার অভিযোগ।

vorer angikar
আগস্ট ১০, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

উজিরপুর প্রতিনিধি ::বরিশালের উজিরপুরে উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিপক্ষের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সুত্রে জানা যায়, উপজেলার ভরসাকাটি গ্রামে গত ৮ আগস্ট সকাল ১০ টার দিকে মৃত্যু তমেজউদ্দিন হাওলাদার ছেলে মোঃ জাফর হাওলাদারের বিরুদ্ধে ৩০ থেকে ৩৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে মোঃ কামাল মোল্লার ছেলে মোঃ সৌরভ ওরফে সাইফুল, মোঃ তামিম মোল্লা, কাদের মোল্লার ছেলে সুমন মোল্লা সহ অজ্ঞাত ৪/৫জন এর বিরুদ্ধে, জাফর হল ওদের স্ত্রী মোসাম্মৎ হনুফা বেগম জানান, ওই জমি
বিগত ২৫/৬/২৪ তারিখ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে আমরা রায় পেয়েছি যাহার স্বারক নস্বর ২৬৫ আদালত থেকে উজিরপুর মডেল থানা অনুলিপি প্রেরন করা হয়েছে, বর্তমানে পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় বিপক্ষ আমার গাছগুলো কেটে ফেলে, তিনি আরো জানান জীবিকার প্রয়োজনে তার স্বামী ঔ ছেলে বাড়িতে থাকে না ২ মেয়ে নিয়ে তিনি বাড়িতে থাকেন, প্রতিপক্ষরা ক্ষমতার প্রভাব দেখিয়ে আদালতের রায় পাওয়ার পরেও তাদের জমি দখল করে আছে এখন আবার গাছগুলো কর্তন করল, এ বিষয়ে অভিযুক্ত মোঃ সৌরভ মোল্লা ওরফে সাইফুল উজিরপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি কোন গাছ কাটিনী তবে গাছের কিছু অংশ ডালপালা যাহা আমার জমিতে ফসলের ক্ষতি করে এগুলো কেটে দিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।