ঢাকা বুধবার , ৩১ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন এমপি শাওন

vorer angikar
জুলাই ৩১, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন নিজস্ব প্রতিবেদক: ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এরআগে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান টিটব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মককর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।