ঢাকা শনিবার , ১ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাস্থ লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের নতুন কমিটির পক্ষ থেকে এমপি শাওনকে ফুলেল শুভেচছা

vorer angikar
জুন ১, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন নিজস্ব প্রতিবেদক :”একা নয় যৌথ প্রয়াসে এগিয়ে যাবো-বন্ধুর হলেও সে পথেই পা বাড়াবো” এই শ্লোগানে ঢাকাস্থ ছাত্র সংগঠন “লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়ন” এর কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি রেদওয়ান আহমেদ জ্যোতি এবং সাধারণ সম্পাদক মো. আশ্রাফুর রহমান
মনোনিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সিনিয়র সহসভাপতি আসফাক উদ্দিন, সহসভাপতি মেহেরাব হোসেন অপি, ফায়াজ মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান শাহারিয়ার পুশন, সায়েম রাব্বি, সাংগঠনিক সম্পাদক তানজিদ রায়হান, তৌহিদুল নাহিদ, আব্দুর রহিম, জিহান ও হাফছা জাহান।
শুক্রবার (৩১মে)”লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের প্রধান পৃষ্ঠপোষক ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ২০২৪-২০২৫ সালের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করেন। এসময় কমিটির সম্মানিত উপদেষ্ঠাগণ উপস্থিত থেকে এই কমিটিকে সম্মতি প্রদান করেন।
পরে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর সাথে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।