ঢাকা বৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে মুসুল্লিদের ঢল

vorer angikar
এপ্রিল ১১, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধিঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালে পবিত্র ঈদ-উল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। সকাল ৮ঘটিকায় নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই নামাজে মুসল্লিদের ঢল নামে।

ঈদগাহের এই জামাতে ইমামতি করেন জামে কশাই
মসজিদের ইমাম কাজী আবদুল মান্নান। পা‌নিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জা‌হিদ ফারুক শা‌মিম, সি‌টি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাতসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঈদগা‌হে নামাজ আদায় করেন। এ সময় মেয়র খোকন নগ‌রী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শিগ্‌গিরই উন্নয়ন কার্যক্রম শুরু করার আশ্বাস দেন।

এ ছাড়া নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদ এবং জামে কশাই মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।