ঢাকা রবিবার , ১০ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুর ধামসর অক্সফোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

vorer angikar
মার্চ ১০, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

উজিরপুর( বরিশাল)প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরের ঐতিহ্যবাহী ধামসর অক্সফোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১০ মার্চ সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গনের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এস এম সাদিকুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদার , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাবেয়া সুলতানা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাওলাদার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির মাইকেল
পান্ডে, নবজাগরণ সংঘের সভাপতি মোঃ সাইদুর রহমান খোকন, ওয়ার্ড আওয়ামীযুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মন্টু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও রূপায়ন সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, ক্রীড়া সম্পাদক ও শিক্ষক শংকর চন্দ্র হাজারী, অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইয়াসমিন ভানু , অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার এ অনুষ্ঠানে কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, মশাল প্রজ্জ্বলন ও উপস্থিত অতিথি বৃন্দদের মাঝে সন্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। বিকালে অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।