নাজমুল হক মুন্না ::বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে এক প্রবাসীর বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।
স্থানীয় পুলিশ ও ভুক্তিভোগী নুপুর আক্তার জানান,তার
স্বামী সোহাগ হাওলাদার মালয়েশিয়া প্রবাসী তিনি কন্যা নিয়ে একতলা একটি বিল্ডিংএ বসবাস করছেন দীর্ঘদিন যাবত হঠাৎ করে সাত মার্চ বৃহস্পতিবার রাতে তার বোন প্রবাস থেকে বাড়ি ফিরে আসলে সবাই বাবার বাড়িতে বেড়াতে যান,
এ সুযোগে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল মাদক সেবী তার বিল্ডিং এর ছাদ দিয়ে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা আলমারি ভাঙচুর করে নগদ ৯০ হাজার টাকা,স্বর্ণরুপাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, বিষয়টি শুনেছি, এবং একজন কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
