ঢাকা বুধবার , ৬ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে বাজার মনিটরিংয়ে অ্যাসিল্যান্ড

vorer angikar
মার্চ ৬, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক:পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভোলার লালমোহনে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্যের গুনগত মান রক্ষা, অবৈধ
মজুদ বন্ধ ও সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে বাজার

মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম।
বুধবার দুপুরে লালমোহন বাজারের মুদি, বেকারি, খেজুর ও গোসতের দোকানগুলো পরিদর্শন করেন তিনি। এসময় একটি ক্রোকারিজে মেয়াদোত্তীর্ণ বিস্কুট থাকায় সেগুলো ধ্বংস করা হয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মূল্য তালিকা বাধ্যতামূলক করা, পণ্যের গুনগত মান রক্ষাকরণ ও অবৈধ মজুদ না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একইসাথে বাজারে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে জনভোগান্তি সৃষ্টিকারীদেরকেও সতর্ক করা হয়।
এসময় লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান মিয়া, উপজেলা ভূমি অফিসের নাজির আসাদুল ইসলাম রনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।