ঢাকা মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

vorer angikar
মার্চ ৫, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে লালমোহন বাজারের সকল শ্রেণির ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ব্যবসায়ীদের কাছ থেকে সকল প্রকার দ্রব্যের সঠিক মান, মজুদ ও দ্রব্যমূল্য সম্পর্কে জ্ঞাত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে যাতে কোনো প্রকার কারসাজি করা না হয়, সে
বিষয়ে ব্যবসায়ীদের সর্তক থাকা ও সঠিক তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আহবান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম, ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারুজ্জামান মিলন,ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ মিয়া, কোষাধ্যক্ষ আবদুল খালেক সওদাগরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক সামজিক ব্যক্তিসহ অনান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।