ঢাকা বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

লালমোহন-তজুমদ্দিনসহ দেশের সকল চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নে এমপি শাওনের তাগিদ

vorer angikar
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটির সভাপতি জনাব রমেশ চন্দ্র সেন এমপি’র সভাপতিত্বে বৈঠকে নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও বক্তব্য, পানি সম্পদ মন্ত্রনালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার পরিচিতি, বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন রোধে নদীর তীর রক্ষা প্রকল্প কি অবস্থায় আছে এবং চলমান কাজের অগ্রগতি কি!
বৃহস্পতিবার সকালে আয়োজিত সভায় ভোলা জেলা ও
নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিন উপজেলা সহ দেশের সকল চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও তজুমদ্দিন উপজেলার চরজহির উদ্দিন মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা এবং টেকসই বেড়ীবাঁধ নির্মানের জন্য পানি সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বৈঠকে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক শামীম এমপি, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, জনাব এ কে এম এনামুল হক শামীম এমপি, জনাব সৌমেন্দ্র প্রসাদ পান্ডে এমপি, জনাব রনজিত চন্দ্র সরকার এমপি, জনাব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি সহ সচিব, উপসচিব, মহাপরিচালক ও মন্ত্রনালয়ের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।