ঢাকা বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কুঞ্জেরহাটে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি অনুষ্ঠিত।

vorer angikar
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

জিহাদুল ইসলাম রাফি,তজুমদ্দিন প্রতিনিধি।। কুঞ্জেরহাট বাজারের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গ্রীন ভিউ মডেল স্কুলের আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭ টায় স্কুল প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে কুঞ্জেরহাট বাজারে সড়কগুলো প্রদক্ষিন করে।
প্রভাত ফেরিতে কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজী , গ্রীন ভিউ মডেল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর মো: বিল্লাল মোল্লা,একাডেমিক পরিকালক এবং
প্রধান শিক্ষক মো: ফরিদ উদ্দিন, একাউন্স ডিরেক্টর মো: রুবেল চৌধুরী, অডিটর মো:শামিম,সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো: মনোয়ার তালুকদার সহ স্কুলের সকল শিক্ষক র‌্যালিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য,২১ শে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে একটি অমলিন দিন। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালায়।ঠিক সেই সময় তাদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়।কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়।সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে। ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।