গতকাল বিকেলে নগরীর গড়িয়ারপাড় থেকে কয়েক হাজার মোটরসাইকেল মাইক্রোবাস ও অন্যান্য পরিবহন নিয়ে বিশাল শো-ডাউনের মধ্যে দিয়ে নগরী প্রদক্ষিণ করেছেন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী ছোট ভাই সৈয়দ এছাহাক মো: আবুল খায়ের। দুই প্রার্থীর একমঞ্চে উপস্থিতি এবং দুজনেই ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ হওয়ায় নগরীতে নির্বাচনের নতুন গুঞ্জনের সৃষ্টি করেছে ইসলামী আন্দোলন। এরপর তাদেরকে দেওয়া হয় নাগরিক সংবর্ধনা। দলটির নেতারা বলেন, বেলা তিনটার দিকে সৈয়দ ফয়জুল করিম গড়িয়ারপাড় এলাকায় পৌঁছায়। সেখান থেকে অন্তত দুই হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে তাঁকে বরিশাল নগরে আনা হয়। যানজট এড়াতে নগরের নথুল্লাবাদ থেকে সিঅ্যান্ডবি রোড হয়ে আমতলা মোড়ে মঞ্চ করে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বরণ করে নিতে বড় আকারের ‘শোডাউন’ করতে এক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিয়েছিলেন দলটি। মূলত শুরুতেই চমক দেখাতে এই কৌশল নিয়েছে দলটি। বিএনপি এবার নির্বাচন বর্জন করায় এবং আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দলের ভেতরে দ্বন্দ্ব-অবিশ্বাসের কারণে এবারের সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন আলাদা গুরুত্ব পাচ্ছে। গত ১৮ এপ্রিল দলীয় প্রার্থীর নাম ঘোষণার দিনক্ষণ ঘোষণা করেছিল ইসলামী আন্দোলন। কিন্তু ওই দিন দুপুরে তা আকস্মিকভাবে স্থগিত ঘোষণা করে দলটি। ঈদের পাঁচ দিন পর ২৭ এপ্রিল মুফতি সৈয়দ ফয়জুল করিমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। দলের কয়েকজন নেতা বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীকে ঘিরে এবার যে চমক সৃষ্টি